বৃটিশ -ভারত বিধির মাধ্যমে শ্রম পরিদপ্তর স্থাপিত হয়েছিল। প্রাথমিকভাবে এটি ভারতীয় অভিবাসী শ্রমিক কল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠত হয়েছিল। কিন্তু ১৯৫৮ সালের সরকারী আদেশ এর মাধ্যমে মেমো নং- ২৩০/এস-১১১/১এ-৮ (২) ৬৯ তারিখের ০৫.০৩.৭০ এর নাম রাখা হয়েছিল শ্রম পরিচালক। ২০১৭ সালে শ্রম পরিদপ্তরকে শ্রম অধিদপ্তরে উন্নীত করা হয়।